জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিও অভিজিৎ চৌধুরীর গল্প সংকলন প্রিয় ২৫ প্রকাশিত হয়েছে। মেদিনীপুর শহরের জজ কোর্ট সংলগ্ন একটি হোটেলের সভাকক্ষে কয়েকজন সাহিত্য অনুরাগীর উপস্থিতিতে গল্প সংকলনটি প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক ও নাট্যকার কান্তি রঞ্জন দে সহ অন্যান্য কবি-সাহিত্যিকরা। অভিজিত বাবুর প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা করেন।