আমাদের ভারত, ৫ আগস্ট: পশ্চিমবঙ্গে প্লাবনের জন্য ডিভিসি-কে লাগাতার দায়ী করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার প্রকাশ্যে তাঁকে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।
সোমবার ডিভিসি-র জল ছাড়ার নির্দেশিকা-র প্রতিলিপি-সহ জগন্নাথ চট্টোপাধ্যায় এক্স বার্তায় লেখেন, “আজ সকাল ১০টায় ডিভিসি বন্যার হলুদ সতর্কতা প্রত্যাহার করেছে। এখন মমতা বন্দোপাধ্যায় ডিভিসিকে দোষারোপ করা বন্ধ করে নিম্ন জলমগ্ন এলাকাগুলোয় আপনার কাজ করুন।
অবশ্যই এই জলমগ্নতা ‘মনুষ্য সৃষ্ট’ এবং সেই ‘মানুষ’ হল আপনার বন্ধু জেএমএম-এর হেমন্ত সোরেন। কেন তিনি আপনার অনুমতি ছাড়া জল ছাড়লেন?”
প্রসঙ্গত, শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায়ও অভিযোগ করেছিলেন যে, ডিভিসি জল ছাড়ায় বাংলার তিন থেকে চারটি জেলায় বন্যা হয়েছে। এর পর রাজ্য সরকারের বিরোধিতা করে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় শনিবারও দাবি করেন যে, ডিভিসি জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছিল।