Freedom fighters, Vidyasagar University, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রস্তর মূর্তি উন্মোচন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: দেশের সাধারণতন্ত্র দিবসের পবিত্র দিনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম-এর উদ্যোগে আদিবাসী স্বাধীনতা আন্দোলনের তিন মহান বীর শহিদ—সিধু মুর্মু, কানু মুর্মু এবং ধরতি আবা বীরসা মুন্ডার পূর্ণাবয়ব প্রস্তর মূর্তি উন্মোচন করা হলো।

বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা আনুষ্ঠানিকভাবে মূর্তিগুলি উন্মোচন করেন। সাধারণতন্ত্র দিবসে এই উদ্যোগ দেশের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সমাজের অবিস্মরণীয় অবদানকে স্মরণ ও সম্মান জানানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানস ভুঁইঞা বলেন, দেশের স্বাধীনতার ইতিহাস শুধু শহরকেন্দ্রিক বা মূলধারার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আদিবাসী সমাজ বহু আগে থেকেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলেছিল। সিধু-কানু মুর্মু ও বীরসা মুন্ডার মতো বিপ্লবীরা সেই সংগ্রামের উজ্জ্বল প্রতীক। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রী,গবেষক এবং শিক্ষানুরাগীদের কাছে আবেদন জানান যে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি আদিবাসী সমাজের সংগ্রাম, সংস্কৃতি ও আত্মত্যাগ সম্পর্কে গভীরভাবে পড়াশোনা ও গবেষণা করার জন্য।

এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, অধ্যাপক, গবেষক, ছাত্র- ছাত্রী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁদের মতে, এই মূর্তি উন্মোচনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশেরে স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত অধ্যায় সম্পর্কে সচেতন হবে।

সার্বিকভাবে সাধারণতন্ত্র দিবসে এই উদ্যোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিসরে আদিবাসী ইতিহাসকে আরও শক্তিশালীভাবে তুলে ধরার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে রইল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরসা মুন্ডা অ্যাকাডেমি ও ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড- এর সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, নিবন্ধক জয়ন্ত কিশোর নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *