অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ জুন: বাইক চোরের পেছন পেছন ধাওয়া করে গোপীবল্লভপুরে হাতেনাতে উদ্ধার হল চুরি যাওয়া মোটর বাইক। ছেলের অপকর্মে মদত দেওয়ার অভিযোগে আটক অভিযুক্ত বাইক চোরের বাবা। এই ঘটনার পর গোপীবল্লভপুরে বাইক চুরির বড়সড় চক্র জব্দ হবে বলে মত স্থানীয়দের।
অভিযোগ, বেশ কয়েকদিন ধরে গোপীবল্লভপুরে বাইক চুরির একটা বড়সড় চক্র সক্রিয় হয়ে উঠেছে। মাত্র একদিন আগে অর্থাৎ শুক্রবার গোপীবল্লভপুরের বুকে একটি বাইক চুরির ঘটনা ঘটেছে। যেটার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। ফের পরের দিন অর্থাৎ রবিবার এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে এলাকার মানুষ।
জানাগেছে, এদিন দুপুর নাগাদ গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে একটি খাওয়ার দোকানে পাওনা টাকা আদায় করতে এসেছিলেন রাজীব বাড়ি নামে এক মাছ ব্যবসায়ী। সেই সময় বাইকে চাবি থাকার সুযোগ নিয়ে মাছ ব্যবসায়ী রাজীব বাড়ির বাইকটি নিয়ে চম্পট দেয় এক যুবক। সঙ্গে সঙ্গে রাজীব পাশে পান তৃণমূলের ছাত্র নেতা অভিষেক দাসকে। দু’জনে বাইক চোরের পেছনে ধাওয়া করে তার বাড়িতে পৌঁছান। তখন বাইক চুরির কথা অস্বীকার করেন অভিযুক্তের বাবা। কিন্তু রঞ্জিত বাড়ি এবং অভিষেক দাস দুজনে সাহস করে অভিযুক্তের ঘরে ঢুকে দেখেন গোয়ালঘরে রয়েছে রাজীব বাড়ির চুরি যাওয়া বাইক। সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর থানার পুলিশকে খবর দিলে বাইকটি উদ্ধার করেন পুলিশ কর্মীরা। পাশাপাশি বাইক চোরকে না পেয়ে ছেলের অপকর্মে মদত দেওয়ার অভিযোগে বাবাকে গ্রেফতার করে পুলিশ।
প্রায় প্রতিদিন গোপীবল্লভপুরের মত একটি জায়গায় এধরনের বাইক চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি এদিনের এই ঘটনার পর বাইক চুরির প্রকৃত পর্দা ফাঁস হবে বলে আশা গোপীবল্লভপুরবাসীর।