সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ অক্টোবর: অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার করলো শালতোড়া থানার পুলিশ।
গতকাল সন্ধ্যায় পূজা দেঘড়িয়া(৩২) নামে স্হানীয় রামপুর গ্রামের এক মহিলা শালতোড় থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার কিছু সোনার গয়না তার বাপের বাড়ি শালতোড়া থানার অন্তর্গত রানিপুরে আলমারিতে রাখা ছিল। গত মঙ্গলবার সেগুলো চুরি হয়ে গেছে। এই অভিযোগের ওপর ভিত্তি করে শালতোড়া থানায় একটি মামলা রুজু করা হয়।
ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে পল্টু চ্যাটার্জি নামে এক ব্যাক্তিকে গ্ৰেফতার করে। তার কাছ থেকে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করা হয়। ধৃতকে আজ বাঁকুড়া আদালতে তোলা হয়।