সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ মার্চ: বনগাঁর পর বাগদার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২৩টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। আনুমানিক এই সোনার বিস্কুটের দাম প্রায় দেড়কোটি টাকা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিদা বিওপি এলাকায়।
বিএসএফ জানিয়েছে, চোরাকারবারিরা এসব বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে পাচারকারী একটি ব্যাগ জঙ্গলে ফেলে বাংলাদেশের উদ্দেশ্যে চম্পট দেয়।
বিএসএফ সূত্রের খবর, বাগদা সীমান্তের ১০৭ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের মালিদা বিওপির জওয়ানরা সীমান্তে টহলদারি দিচ্ছিলেন। বিএসএফ জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক ছিল। জওয়ানরা দেখেন, বাংলাদেশের দিক থেকে কাঁটাতার পার করে এক ব্যক্তি ভারতে ঢুকছে। জওয়ানরা চারিদিক থেকে ঘিরে ফেলে। পাচারকারী বুঝতে পেরে ফের বাংলাদেশের দিকে ছুটতে থাকে। হাতে থাকা একটি ব্যাগ গভীর জঙ্গলে ফেলে ফের কাঁটাতারের বেড়া টপকে বাংলাদেশে পালিয়ে যায়।
এরপর, জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির সময়, জওয়ানরা একটি প্যাকেট থেকে ২৩টি সোনার বিস্কুট উদ্ধার করে। যার ওজন ২ কেজি ৬৮৩.০৪ গ্রাম। যার মোট মূল্য ১,৪৩,৫৭,০৫৪ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা কাস্টম বিভাগে হস্তান্তর করা হয়েছে।