Tathagata, Mahatma Gandhi, “তবু তো জন্মদিন”, ‘জাতির জনক’-কে স্মরণ তথাগত রায়ের

আমাদের ভারত, ২ অক্টোবর: “ও হ্যাঁ, আজ তো মোহনদাস গান্ধীর জন্মদিন! হিন্দু জাতিকে ক্লীবতা, পশ্চাদ্গামিতা, দারিদ্র্যবন্দনা শিখিয়েছিল যে মানুষটি।” বৃহস্পতিবার এই ভাষায় মহাত্মা গান্ধীকে স্মরণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “নেতাজি সুভাষচন্দ্র একে শ্রদ্ধাবশত ‘জাতির জনক’ বলেছিলেন। এটা নেহাতই উক্তি মাত্র, কোনো উপাধি নয়। আর ১৯৩৯ সালে ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হবার পরে এ কনুই মেরে তাড়িয়েছিল সুভাষচন্দ্রকে!

বেঁচে থাকলে বয়স হত ১৫৬। আর ভারতীয় জাতির বয়স কমপক্ষে তিন হাজার! ১৫৬ বছর বয়স্ক ব্যক্তি কি তিন হাজার বছর বয়স্ক জাতির পিতা হতে পারেন? পারেন না। তবে ওকে পাকিস্তানের পিতা বললে কারোর কোনো আপত্তি হবে না। তবু তো জন্মদিন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *