আমাদের ভারত, ৬ আগস্ট: “সুষমা স্বরাজজীর প্রয়াণ দিবসে তাঁকে জানাই অন্তরের গভীর শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র প্রণাম।” বুধবার এক্সবার্তায় স্মৃতিচারণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার এক্সবার্তায় সুকান্তবাবু লিখেছেন, “ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রখর বক্তা ও জননেত্রী ‘পদ্মবিভূষণ’ সুষমা স্বরাজজীর প্রয়াণদিবসে তাঁকে জানাই অন্তরের গভীর শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র প্রণাম। তাঁর নিষ্ঠা, মমত্ব ও প্রজ্ঞার দীপ্ত স্মৃতি আজও আমাদের জন্য প্রেরণাস্রোত।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী ও ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি সুষমা স্বরাজ ২০১৪ সালের ২৬ মে থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন; ইন্দিরা গান্ধীর পর তিনি দ্বিতীয় নারী হিসাবে ওই দফতরের প্রতিনিধিত্ব করেন। সংসদ সদস্য (লোকসভা) হিসাবে সাতবার এবং আইন পরিষদের (বিধানসভা) সদস্য হিসাবে তিনবার নির্বাচিত হয়েছিলেন।