সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জুলাই: বোনকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল বাংলাদেশ থেকে আসা সৎ দাদার বিরুদ্ধে। পুলিশ অভিযোগ পেয়ে গ্রেফতার করে ওই অভিযুক্ত দাদাকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা গোবরডাঙ্গা থানার বামন ডাঙ্গা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইশান আলি মণ্ডল।

পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর সৎ দাদা বাংলাদেশে থাকত। কয়েক মাস আগে চোরাই পথে মসলন্দপুরের বামন ডাঙ্গা গ্রামে আসে। সেখানে তাঁর বাবা ইয়াকুব মন্ডলের বাড়িতে থাকত ইশান। ভাই বোনের সূত্র ধরে মছলন্দপুরের বামুনডাঙ্গা গ্রামে একই ঘরে বসবাস তাদের। অভিযোগ অভিযুক্ত ইশান মন্ডল একা ঘরে বোনকে পেয়ে
মাস পাঁচেক ধরে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত বলে অভিযোগ। দিনের পর দিন এমন অত্যাচার সহ্য করতে না পেরে তাঁর মাকে ঘটনা খুলে বলে। শুক্রবার ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত ইশান আলিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয়।

