সাথী দাস, পুরুলিয়া, ৩০ সেপ্টেম্বর: স্বাধীনতা আন্দোলনের সময় পুলিশের গুলিতে বীর শহিদ চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতো’র পূর্ণ মূর্তি উন্মোচন করা হল পুরুলিয়ার মানবাজার থানা লাগোয়া এলাকায়। ওই সংগ্রামীদের স্মৃতিতে কুমারী সেতুর নাম পরিবর্তন করে ‘চুনারাম-গোবিন্দ’ সেতু করা হল। এদিন ওই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্র মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিরা।
কেন্দা থানা মোড়ে শহিদ বেদীর সামনে শহিদ চুনারাম মাহাত ও গোবিন্দ মাহাত-র আবক্ষ মূর্তির উন্মোচন ও স্মরণ সভার আয়োজন করে পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ। স্মরণ সভায় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের জেলা সম্পাদক শুভেন্দু মাহাত, কুড়মি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুনীল মাহাত।
প্রসঙ্গত, ১৯৪২ সালে আজকের দিনে ইংরেজ পুলিশের গুলিতে মৃত্যু হয় চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতো।