পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: ২৫ শে বৈশাখ অর্থাৎ শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাই স্কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।
উপস্থিত ছিলেন স্কুল পরিচলন কমিটির সভাপতি প্রসেনজিৎ রানা, প্রধান শিক্ষক সন্দীপ কুমার মুখার্জি, প্রাক্তন প্রধান শিক্ষক রাম নরেশ উপপাধ্যায় সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সহ স্থানীয় বিশিষ্ট সমাজসেবীরা।