Gandhi Ghat, Midnapur, কংসাবতী নদীর গান্ধী ঘাট এবং ডিএভি স্কুল ঘাটে প্রতিমা নিরঞ্জন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: মেদিনীপুর পৌরসভার অন্তর্গত কংসাবতী নদীর গান্ধী ঘাট এবং ডিএভি স্কুল ঘাটে প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে। গতকাল দশমী এবং আজ একাদশী এই দুই দিনে এখনও পর্যন্ত প্রায় ৮০টি প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে। দুটি ঘাটেই যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা করেছে মেদিনীপুর পুরসভা। সেই সঙ্গেই ক্রেনের ব্যবস্থা করা হয়েছে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের জন্য। এছাড়াও নদীতে কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য রয়েছে বিপর্যয় মোকাবিলার টিম। রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা।

পৌরসভার পক্ষে সিআইসি রাহুল বিশুই জানান, সকাল ১১টা থেকেই চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ। জেলা পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন এবং মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সুস্থভাবে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে ক্রেনের ব্যবস্থা, নদীর দূষণ যাতে না হয় তার জন্য সঙ্গে সঙ্গে আবর্জনা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ‌ও তাতে সহযোগিতা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *