আর ইচ্ছেমত লকডাউন ঘোষণা নয়! কন্টেইনমেন্ট জোনের বাইরে করা যাবে না লকডাউন, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

আমাদের ভারত, ২৯ আগস্ট: যেমন ইচ্ছে লকডাউন ঘোষণাতে এবার রাশ টানল কেন্দ্রীয় সরকার।কনটেইনমেন্ট জোনের বাইরে আর লকডাউন জারি করা যাবে না। আনলোক ফোরের গাইডলাইন প্রকাশ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন গুলির উদ্দেশ্যে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনে যেমন লকডাউন আছে তেমন লকডাউন চলবে। কিন্তু তার বাইরে সারা রাজ্যে বা জেলায় বা মহকুমা, ছোট শহর, এমনকি গ্রামেও লকডাউন কার্যকর করা যাবে না। যদি কোথাও লকডাউন করতে হয় তাহলে তার আগে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।

এই গাইডলাইন ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শনিবার বিবৃতি প্রকাশ করে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সেপ্টেম্বরের ৭,১১,১২ তারিখে সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিয়েছে। ফলে কেন্দ্র সরকারের এই নির্দেশিকার পর ওই তিন দিনের লকডাউন নিয়ে কী সিদ্ধান্ত হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আগামী ৩১ আগস্ট সোমবার বাংলায় লকডাউন রয়েছে। তা অবশ্য হবে বলেই মনে করা হচ্ছে। কারণ ওই দিন পর্যন্ত আনলক থ্রির গাইডলাইন কার্যকর থাকছে।

লকডাউন থ্রির সময় কালে বিভিন্ন রাজ্য ও স্থানীয় স্তরের সিদ্ধান্ত নিয়ে লকডাউন কার্যকর করেছে। কোনো কোনো রাজ্য নির্দিষ্ট দিনে সারা রাজ্যে লকডাউন করেছে। কোথাও কোথাও আবার দেখা গেছে যেখানে সংক্রমণের হার বেড়েছে সেই রকম কোন শহরেও লকডাউন কার্যকর হয়েছে। আমাদের রাজ্যেও পুরসভা ভিত্তিক লকডাউন করা হয়েছে। তাই শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফের জারি করা নির্দেশিকা অনুযায়ী আর এই ধরনের লকডাউন করতে পারবেন না কোন রাজ্য।
কিন্তু সেপ্টেম্বরের ৩ দিন লকডাউন নবান্ন ইতিমধ্যেই ঘোষণা করেছে। সে ব্যাপারে কি হবে, রাজ্যের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনলক ফোরে জনজীবন স্বাভাবিক করতে বেশ কিছু বিধিনিষেধ সরিয়ে ফেলা হয়েছে। আগামী ৭সেপ্টেম্বর থেকে মেট্রো চলবে। কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে। খুলবে সিনেমা হলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *