আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুন: সম্মিলিত গ্রন্থাগার ও পেশাজীবী মঞ্চের ডাকে আজ পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা রাজ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হচ্ছে। ক’দিন আগেই মঞ্চের রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের সর্বস্তরের গ্রন্থাগারিক তথা গ্রন্থাগার পেশাজীবীদের কাছে আজ গাছ লাগানোর জন্য আহ্বান জানানো হয়েছিল। আমফান পরবর্তী সময়ে আমফানের ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত ধরিত্রীতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই এই আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে সারা রাজ্যে আজ ৬ হাজার গাছ লাগানো হয়েছে।
গুরুত্ব দেওয়া হয়েছিল কলকাতার উপর।
মহাকরণ সচিবালয় গ্রন্থাগারের গ্রন্থাগার কর্মী দীপ কুমার কীর্তনিয়া, ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের লাইব্রেরিয়ান পুরবী সেন, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক বিশ্বজিৎ দাসরা কলকাতায় গাছ লাগিয়েছেন। উত্তরবঙ্গে এই কর্মসূচিতে ছিলেন গ্রন্থাগারিক অরবিন্দ মাজি, শান্তনু দাস, বর্ধমানে ছিলেন তিমির কান্তি হাজরা, পুরুলিয়ায় ছিলেন রবিশঙ্কর চক্রবর্তী। মঞ্চের আহ্বায়ক প্রণব হাজরা ছিলেন বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায়। খাতড়ার জঙ্গলমহল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে গাছ লাগান তিনি।
সম্মিলিত গ্রন্থাগার ও পেশাজীবি মঞ্চের উদ্যোগে যে অনলাইন লাইব্রেরি সার্ভিস দেওয়া হচ্ছে, সেইসব পরিষেবা গ্রহীতাদের কাছেও আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে বহু ছাত্র ছাত্রী এবং পুস্তকপ্রেমীরাও গাছ লাগানোর অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছেন সম্মিলিত গ্রন্থাগার ও পেশাজীবী মঞ্চের আহ্বায়ক প্রণব হাজরা।