আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর: শুক্রবার মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে টানা তিনবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো মহমেডান স্পোর্টিং। জয়ী দলকে এক বিবৃতিতে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
তিনি লিখেছেন, “৮৭ বছর পর কলকাতা ফুটবল লিগে জয়ের হ্যাটট্রিক করল মহমেডান। এই সাফল্যের জন্য মহমেডান স্পোর্টিং এর সমস্ত খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের জানাই অভিনন্দন। তিন বারই মহমেডান এর কোচ হিসেবে ছিলেন আন্দ্রে চেরনিসভ। রাশিয়ান কোচকেও কুর্নিশ আমার।
এই তিন বছর দলের ম্যানেজার পদে ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং খেলোয়াড় হিসেবে ছিলেন শেখ ফৈয়াজ। তাদের প্রতিও রইল শুভেচ্ছা। সামনে আই লীগ আশা করব মহমেডান স্পোর্টিং সেখানেও এই ধারাবাহিক কথা বজায় রাখবে।
তবে এই জয়ের জন্য বিশেষভাবে অভিনন্দন জানাবো দলের অন্যতম সেরা ফুটবলার ডেভিডকে কলকাতা লিগে ২১ গোল করে সবার মন জয় করে নিয়েছে ডেভিড। ডেভিডকে আমার হার্দিক অভিনন্দন। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”