কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ ডিসেম্বর :
ভারত জাকাত মাঝি পারগানা মহলের অনির্দিষ্ট কালের জন্য পথ অবরোধের ডাক দিয়েছ। আজ সকাল থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ঘাটাল তল্লাটের ডাকে ক্ষীরপাইয়ে ঘাটাল–চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ চলছে। ওই আদিবাসী সংগঠনের কয়েকটি দাবি পূরণ না হওয়ায় তারা এই অবরোধের ডাক দেয়।
তাদের দাবিগুলো পূরণ করার প্রতিশ্রুতি না পেলে এই অবরোধ তারা চালিয়ে যাবে বলে জানিয়েছে। দাবি গুলি হল, ঘাটাল মহকুমায় ১৪টি অল চিকি ভাষার প্রাথমিক বিদ্যালয় হলেও ওই বিদ্যালয়গুলিতে অল চিকি ভাষার শিক্ষক নিয়োগ হয়নি। ওই সংগঠনের দাবি অবিলম্বে অল চিকি ভাষার শিক্ষক নিয়োগ করতে হবে স্কুলগুলিতে। বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মিউজিয়াম তৈরি দাবি জানিয়েছে এই সংগঠন, কারণ আদিবাসীদের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিবিড় যোগাযোগ ছিল। এছাড়া ক্ষীরপাইয়ের হালদার দীঘিতে সিধু কানুর মূর্তি স্থাপন এবং প্রতিটি আদিবাসী পাড়ায় বিরসা মুন্ডার মূর্তি স্থাপনের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার সকাল সাড়ে ছটা থেকে ক্ষীরপাইয়ের হালদার দীঘিতে এই অবরোধ শুরু হয়েছে। অবরোধের ফলে যানজট সৃষ্টি হয়েছে।

