অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ ফেব্রুয়ারি:
পানীয় জলের দাবিতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লকের শিলদার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। প্রশাসনের তরফ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও মেটেনি। সমস্যা না মেটানোর জন্য আজকে তারা এই অবরোধ করেছেন।

এলাকাবাসী জানান, শুধুমাত্র আজ নয়, পানীয় জলের দাবিতে কিছুদিন আগেই শিলদাতে অবরোধ করেছিলেন তারা। তখন প্রশাসন আশ্বাস দেওয়া অবরোধ তুলে নিয়েছিলেন, কিন্তু এখন সেই সমস্যার সমাধান হয়নি। সকাল থেকেই পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধের ফলে ঝাড়গ্রাম, বাঁকুড়া, জয়পুর, পুরুলিয়া যাওয়ার রাস্তা পুরোপুরি ভাবে বন্ধ। এর ফলে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা।

