অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ ডিসেম্বর: হাসপাতাল থেকে মৃতদেহ ফেরতের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। বৃহস্পতিবার সকাল থেকে বিনপুর থানার রথবেরার কাছে ঝাড়গ্রাম বাঁকুড়া ৫নং রাজ্যসড়ক অবরোধ করে গ্রামবাসীরা।
গত মঙ্গলবার পিকাপভ্যনের সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়, তাতে অজিত শিট নামে একজন আহত হন। তারপর তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই করোনা পরীক্ষা করা হলে পজিটিভ ধরা পড়ে। পরিবারের লোকজন দাবি এক্সিডেন্ট হওয়া যুবকের করোনা ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় করোনা হাসপাতালে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। তাই সেখানেই গতকাল রাতে মৃত্যু হয়।
আজ গ্রামবাসীরা মৃতদেহ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দিতে অস্বীকার করে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি করোনার নিয়ম অনুযায়ী মৃতদেহ সৎকার করা হবে। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ গ্রামবাসী এবং পরিবারের লোকেরা। তাদের দাবি করোন হয়নি অজিতের। ভুল সিদ্ধান্তের জন্য তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃতদেহ তাদের হাতেই দিতে হবে। যতক্ষণ না মৃতদেহ দেওয়া হবে ততক্ষণ পথ অবরোধ চলবে।