স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ মে:
লকডাউনের সময়সীমা যত বৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষের হাতে পয়সা তত কমে আসছে। সরকার রেশন সামগ্রীর ব্যবস্থা করার পরেও সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস বাজারে গিয়ে কেনার পয়সার অভাব হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক মানুষ আছে যারা বাজারে গিয়ে সবজি পর্যন্ত কিনে আনতে পারছেন না। সেইসব বিপন্ন মানুষের কথা চিন্তা করেই আজ কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নিজের বিধানসভা এলাকায় রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রায় ৫০০ মানুষকে কাঁচা সবজি তুলে তুলে দিলেন। নদিয়ার ধুবুলিয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মুক্তবাজার বসিয়ে বিপন্ন মানুষের হাতে বিভিন্ন রকমের কাঁচা সবজি বাজার তুলে দেওয়া হল।