তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় যোগ দিতে জলপাইগুড়িতে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ আগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় যোগ দিতে জলপাইগুড়িতে এলেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ার উপর জোর ও প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে একাধিক কর্মসূচির নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি।

ছাত্র-ছাত্রীরা আগামীদিনের দেশের ভবিষ্যৎ, এই বার্তা দিয়ে ২৯ অগস্ট তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করার প্রস্তুতি শুরু হয়েছে জেলায় জেলায়। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার প্রস্তুতি সভা হল শহরের টেম্পল স্ট্রিট এলাকার ব্যাঙ্কোয়েট হল ঘরে। সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিংহা, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মণ, তৃণমূল টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, শ্রমিক নেতা স্বপন সরকার।

এদিনের সভা থেকে পড়ুয়াদের হাতে কলমে সোশ্যাল মিডিয়ায় প্রচারের প্রশিক্ষণ দেওয়া হয়। সঙ্গে রাজ্য সরকারের উন্নতন মূলক কাজ ও দলের প্রচার সোশ্যাল মিডিয়ার তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সোশ্যাল মিডিয়ার পেজে গিয়ে শেয়ার ও বক্তব্য দেখার বার্তা দেওয়া হয়। এছাড়া দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রক্ত দান, বৃক্ষ রোপন করার বার্তা দেওয়া হয়।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি সভা হল। বিরোধীদের কাজ নেই শুধু কুৎসা করে। ওদের অনেক টাকা আছে। বাংলার মানুষ জবার দিয়েছে ভোটে। আমরা আমাদের সংগঠনকে জোরদার করতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েছি। কলেজের ভোট আগামীতে হবে। ভোট হলে রাজ্যের প্রত্যেক কলেজে আমরা জিতবো।”

এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের প্রসঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “তৃণমূল দল শুদ্ধ। এই কারণে আর কেউ যেন ক্ষমতা থেকে ক্ষমতার অপব্যবহার না করে এই কারণে দল সঠিক পদক্ষেপ নিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *