রাজেন রায়, কলকাতা, ৮ জুন: করোনা যুদ্ধে চিকিৎসকরাই সব সময় পাশে ছিলেন। পরিষেবা দিতে গিয়ে বিপুল সংখ্যক চিকিৎসক আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুও হয়েছে ২ জনের। তারপরেও রাজ্যকে সুস্থতার দিকে ফেরাতে ক্রমাগত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই চেষ্টাকে সেলাম জানিয়ে জুনিয়র চিকিৎসকদের জন্যও খুশির খবর শোনালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সোমবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য চূড়ান্ত অর্থনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের স্টাইপেন্ড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এতদিন ইন্টার্ন চিকিৎসকরা পেতেন ২৩৬২৫ টাকা, সেটা বাড়িয়ে করা হল ২৮০৫০ টাকা। হাউস স্টাফদের স্টাইপেন্ড ছিল ৩৮৩৯১ টাকা। সেটি বেড়ে হল ৪৩৭৫৮ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি প্রথম বর্ষের পড়ুয়াদের স্টাইপেন্ডও ছিল ৩৮ ৩৯১ টাকা, যা বেড়ে হল ৪৩৭৫৮ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের স্টাইপেন্ড ছিল ৪১৩৪৪ টাকা, যা বেড়ে হল ৪৭১২৪ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি তৃতীয় বর্ষের পড়ুয়াদের স্টাইপেন্ড ছিল ৪৪২৯৭ টাকা, যা বেড়ে হল ৫০৪৯০ টাকা। পোস্ট ডক্টর ট্রেনি প্রথম বর্ষের চিকিৎসকের ভাতা ছিল ৪৭২৫০ টাকা, যা বেড়ে হল ৫৩৮৫৬ টাকা। পোস্ট ডক্টর ট্রেনি দ্বিতীয় বর্ষের ডাক্তারদের ভাতা ছিল ৫০২০৪ টাকা, যা বেড়ে হল ৫৭২২২ টাকা। তৃতীয় বর্ষের ছিল ৫৩৭৫১ টাকা, যা বেড়ে হল ৬০৫৮৮ টাকা। এতে প্রায় ১০ হাজার জুনিয়র ডাক্তার এতে উপকৃত হবেন বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।