বিনপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ মে:
ঝাড়গ্রাম জেলার বিনপুর গ্রামীণ হাসপাতালে রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না তা দেখতে রবিবার আচমকাই বিনপুর গ্রামীণ হাসপাতালে হাজির বনদফতরের প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বিরবাহা হাঁসদা। এদিন তিনি সকাল ১১টা নাগাদ হাসপাতালে হাজির হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন। পাশাপাশি রোগীদের কোনও রকম সমস্যা হচ্ছে কি না তাও জানতে চান। এরপর তিনি হাসপাতাল কর্তপক্ষের সাথে কথা বলেন এবং তিনি জানান, রোগীদের কোনও রকম সমস্যা যাতে না হয় সে দিকে নজর রাখতে বলেন।

বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, আমি যখন ভোটের প্রচারে বেড়িয়েছিল তখন মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ পেয়েছিলাম, তাই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য ঝাড়গ্রাম জেলার প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে রোগীদের যাতে কোনও রকম সমস্যার মুখে পড়তে না হয় তা নজর রাখতে বলেছি। কিছু দিন আগে ঝাড়গ্রাম হাসপাতালে পরিদর্শন করে রোগীদের সমস্যার কথা জানতে চেয়েছি। আজ বিনপুর হাসপাতাল ঘুরে দেখলাম এবং রোগীদের সাথে কথা বললাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *