অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ জুন: বাড়ির গবাদিপশুর জন্য জঙ্গলে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে সাত সকালে হাতির হানায় মৃত্যু হল মধ্যবয়সী এক ব্যক্তির।ঘটনায় উত্তেজনা ছড়ায় ঝাড়গ্ৰাম জেলার কলাবনি অঞ্চলে। ঘটনায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ঝাড়গ্ৰাম থেকে লোধাশুলি যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয়রা।
মৃতের পরিবারের পাশে দাঁড়াতে তড়িঘড়ি তার বাড়ি পৌঁছন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। মৃতের ছেলে দীপক মাহাতোর হাতে ৫ লক্ষ টাকার চেক সরকারি তরফে তুলে দিলেন তিনি। পাশাপাশি একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেবেন বলেও এদিন আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত শালবনি, কলাবনি, বড়িয়া সহ এই গোটা এলাকায় এখন সারা বছর হাতি অবস্থান করে। রোজ কোনও না কোনও গ্রামে খাবারের খোঁজে ঢোকে হাতি। রেসিডেন্সিয়াল ৪ থেকে ৬টা হাতি তো আছেই। সাথে জুটছে দলমা থেকে আসা হাতির দল। কিছুতেই এলাকা থেকে সরানো সম্ভব হচ্ছে না তাদের। ফলে আর্থিক ক্ষতির সঙ্গে বাড়ছে জীবনহানিও।
বনমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, হাতির হানায় মৃত পাঁড়ু মাহাতোর ছেলে দীপক মাহাতোর হাতে আজ আমরা ৫ লক্ষ টাকার চেক তুলে দিলাম এবং সাথে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মৃতের পরিবারের বাড়ির একজনকে একটি সরকারি চাকরি দেওয়া হবে। এই এলাকায় হাতির হানা লেগেই রয়েছে তাই আমরা চেষ্টা চালাচ্ছি কি করে এটার সমাধান করা যায়।

