পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: আদিবাসী অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে “রাজ্যস্তরীয় সাঁওতালি বইমেলা”। রাজ্যে সাঁওতালি বইমেলার আয়োজন এই প্রথম বলেও প্রশাসনিক স্তরে দাবি করা হয়েছে। ৭ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই বই মেলা, চলবে ১১ই ডিসেম্বর পর্যন্ত। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৫ টি সাঁওতালি প্রকাশনা সংস্থা এবং দুটি সরকারি বইয়ের স্টল এই মেলাতে রয়েছে। সাঁওতালী শিক্ষা ও সাহিত্যের প্রসারে এবং সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে স্কুলছুট হওয়ার প্রবণতা এই উদ্যোগের মাধ্যমে কমবে বলেও আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি এই ঝাড়গ্রাম শহরেরই বাসিন্দা খেরওয়াল সরেন, সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য ভারত সরকারের ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী বীরবাহা হাঁসদা, সন্ধ্যা রানী টুডু, আদিবাসী উন্নয়ন সচিব আর অর্জুন, জেলাশাসক সুনীল আগরওয়াল, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, জেলা পরিষদের সহ সভাধিপতি মাধবী বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।