Karate Champion, Devlina Seni, রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়ন বালিচক ভজহরি বিদ্যালয়ের ছাত্রী দেবলীনা সেনী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক ভজহরি ইনস্টিটিউশন বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী দেবলীনা সেনী রাজ্য স্তরের ক্যারাটে স্কুল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। তার এই অসাধারণ কৃতিত্বে বিদ্যালয়ে খুশির হাওয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সাঁই জানান, “দেবলীনা আমাদের স্কুলের গর্ব। ওর এই সাফল্য আমাদের সকলের জন্য গর্বের বিষয়। দেবলীনা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং বিদ্যালয় তার সমস্ত খরচ বহন করবে।”

তিনি আরও বলেন, “আমরা দেবলীনার পাশে আছি এবং ও যেন আরও এগিয়ে যেতে পারে, তার জন্য আমরা সব রকমভাবে সহায়তা করব। আমাদের তরফ থেকে দেবলীনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।”

দেবলীনার এই সাফল্য ভবিষ্যতের প্রতিভাদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *