নীল বনিক, আমাদের ভারত, কলকাতা,২ জুন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য নিযোগ নিয়ে রাজ্যের বিরুদ্ধে গায়ের জোর খাটানোর অভিযোগ আনলেন রাহুল সিংহ। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কলকাতায় এই অভিযোগ করেন।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী রাজ্যপালের কাছে রাজ্য সরকার একটি নামের তালিকা পাঠায়। রাজ্যপাল সেই নামের মধ্য থেকে একটি নাম রাজ্যের কাছে প্রস্তাব করেন। রাজ্য সরকার তারপর সেই নামে শিলমোহর দেয়। এভাবেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা সহউপাচার্য নিয়োগ হয়। এটাই ছিল এতদিনের নিয়ম। এবারও সংবিধান মেনেই রাজ্য সরকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্যের জন্য তিনটি নাম রাজ্যপালের কাছে প্রস্তাব হিসাবে পাঠিয়েছিল। তারমধ্যে থেকে একটি নাম বাছতেই রাজ্য সরকার আপত্তি শুরু করেছে। রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করছে। রাহুল সিংহ সরাসরি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, রাজ্যপাল এই তালিকার বাইরের লোকের নাম প্রস্তাব করেননি। সরকারের দেওয়া নামের তালিকা থেকে একটি নাম প্রস্তাব করেছেন। তাহলে রাজ্যের এবিষয়ে আপত্তি তোলার যৌক্তিকতা কোথায়? আপত্তিই যাদি থাকবে তা হলে সেই নাম পাঠিয়েছিল কেন?
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সমালোচনা করে বলেন, শিক্ষামন্ত্রী আবোল তাবোল বলছেন। তিনি বলছেন, আমরা বিশ্ববিদ্যালয়কে টাকা দিই। রাহুল সিংহর প্রশ্ন, টাকা দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছে? কেন্দ্রীয় সরকারও রাজ্য সরকারকে ভুরি ভুরি টাকা দেয়, তাহলে কেন্দ্রীয় সরকার কি রাজ্যের সব ব্যাপারে হস্তক্ষেপ করবে? মেনে নেবেন আপনারা? করো না প্রতিরোধে একটা টিম এলেও আপনারা বিরোধিতা করেন। রাহুল সিংহ শিক্ষামন্ত্রী উদ্দেশ্যে বলেন, টাকা দেন বলে কি রাজ্যের সব সিস্টেম কিনে নিয়েছেন? রাহুল সিংহর অভিযোগ, আসলে তৃণমূল চায় রাজ্যটাকে ধুলিস্যাৎ করতে। রাজ্যের সবকিছু তছনছ করতে। রাজ্যের সংবিধান, রাজ্যের সিস্টেম ধুলিস্যাৎ করতে চায়। তিনি বলেন, রাজ্যপাল যা করেছেন ঠিকই করেছেন। তিনি প্রথা মেনে কাজ করেছেন।