আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ জুলাই: ব্যারাকপুর শিল্পাঞ্চলের আনাচে কানাচে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, যেগুলোর উন্নয়নের চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এর মধ্যে অন্যতম হালিশহরে অবস্থিত
ইতিহাস বিজড়িত সাধক কবি রাম প্রসাদ সেনের ভিটে। কথিত রয়েছে, এই ভিটেতে মা কালী সাধক
রামপ্রাসাদের কন্যা রূপ নিয়ে এসে রাম প্রসাদকে দেখা দিয়ে তার বাঁধা শ্যামা সঙ্গীত শুনতেন। সেই সঙ্গে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী রাম প্রসাদ সেনের এই বসত ভিটে। সেই ভিটেটির সৌন্দর্যায়ণ করতে, আরো উন্নত করতে সব সময় তৎপর হালিশহর পৌর কর্তৃপক্ষ এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। তাদের উদ্যোগ ও প্রচেষ্টায় এবার এই ঐতিহাসিক স্থানটি ঢেলে সাজাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪৯ লক্ষ টাকা দেওয়া হবে বলে খবর।
সেই মত হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ জানান যে, ওই ইতিহাসকে মানুষের কাছে আরো বেশি পৌঁছে দিতে, দর্শনার্থীদের আরো ভালো মনোরম পরিবেশ উপহার দিতে রাজ্য সরকারের দেওয়া অনুদানে শীঘ্র শুরু হবে উন্নয়নের কাজ। তবে এক্ষেত্রে রাম প্রসাদের ভিটের রক্ষনাবেক্ষণকারী কমিটির দাবি, সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে, তারা শুনলেও কী কী কাজ সেখানে করা হবে সেটা নিয়ে তাদের কোনো কথা
পৌরসভার সঙ্গে হয়নি। তবে তারা সরকার ও পৌরসভার এই পদক্ষেপ এবং বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানান।