আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ আগস্ট: আজ সারা দেশে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্যারাকপুর গান্ধী ঘাটে আসেন। এদিন তিনি বেশ কিছুক্ষণ গান্ধী ঘাটে বসে প্রার্থনা শোনেন, তারপর তিনি মহত্মা গান্ধীর স্মৃতি সৌধতে শ্রদ্ধা জানান। এদিন রাজ্যপালের সাথেই গান্ধীঘাটে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।
এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস সবকো সম্মতি দে ভগবান বলে সাংবাদিকদের বলেন, “রাজ্য সরকার সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে এক হয়ে কাজ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এগিয়ে আসতে হবে। এই রাজ্যকে মহিলাদের বাস করার জন্য সবচেয়ে নিরাপদ করে তুলতে হবে।”
অপর দিকে এদিন পার্থ ভৌমিককে আর জি কর হাসপাতালে ঘটা দুষ্কৃতী তাণ্ডব নিয়ে প্রশ্ন করা হলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বাম ও বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। এই মেয়েটির মৃত্যুতে এদের সহমর্মিতা নেই এরা শুধু রাজনীতি করতে পারে।