পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: ঝাড়গ্রামের বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে ডেপুটেশন দেওয়ার সময় পুলিশি বাধাকে কেন্দ্র করে উত্তেজনা। রবিবার পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় থেকে আগত প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে শতাধিক আদিবাসী, পরিবেশ কর্মী, সমাজকর্মী ও অযোধ্যা পাহাড়ের উপরে বসবাসকারী গ্রামবাসীরা বন প্রতিমন্ত্রীর বাড়িতে যাওয়ার সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। তাদেরকে বলা হয় যে মন্ত্রী বাড়িতে নেই। তাদের ওখান থেকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।
কিন্তু আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে জানায় যে মন্ত্ৰীর সঙ্গে আগে এই ডেপুটেশনের বিষয়ে তাদের কথা হয়েছিল। ওঁনার কথামতই আজ তারা এসেছেন, আর মন্ত্রীর সঙ্গে দেখা করেই তারা ফিরবেন। এ নিয়ে পুলিশের সাথে তাদের দীর্ঘক্ষণ তর্কবিতর্ক হয়। অবশেষে পুলিশ ১০ জন’কে ভেতরে যাওয়ার অনুমতি দেয়।
বন প্রতিমন্ত্রী আদিবাসী বাঁচাও মঞ্চের কর্মীদের সাথে দেখা না করার জন্য ক্ষুব্ধ হয় আদিবাসী সমাজ।