আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১০ জানুয়ারি:
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বর্তমান রাজ্য সরকারের সঙ্গে চরম প্রবঞ্চনা করেছে। ভারত সরকারের অধিনস্থ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ২০১৮/১৯ সালে রাজ্য সরকারের থেকে ৬ লক্ষ মেট্রিক টন ধান কিনতে চেয়েছিল। রাজ্য খাদ্য দপ্তর তাদের ৬ লক্ষ মেট্রিক টন ধান পাঠালেও শেষ পর্যন্ত এফসিআই ৭৬ হাজার মেট্রিক টনের টাকা চেক মারফত দিয়েছিল রাজ্য সরকারের খাদ্য দপ্তরের কাছে। তবে তারা তাদের পোর্টালে সেটা দেখিয়েছে ১৬ লক্ষ মেট্রিক টন চল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের থেকে কিনেছে। যা সম্পূর্ণ অনৈতিক কাজ বলে এদিন দাবি করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তিনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দেওয়া তথ্যের প্রিন্ট আউট এবং রাজ্য সরকারের খাদ্য দপ্তর থেকে কেনা চালের তথ্য এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যে তথ্য দেখাচ্ছে বাস্তবে সেই তথ্য ভুল, ওরা রাজ্য সরকারের সঙ্গে বঞ্চনা করেছে, শুধু তাই নয় মানুষের কাছে ভুল তথ্য পরিবেশন করছে। সম্পূর্ণ বিষয়ের মধ্যে দুর্নীতি স্পষ্ট। এই বিষয় নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এই দুর্নীতির প্রমাণ আছে আমাদের কাছে। আমরা এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ভাবছি। রাজ্য সরকারের আর্থিক লেনদেনের বর্তমান নিয়ম হল টাকা এনইএফটি করে করতে হয় লেনদেনের ক্ষেত্রে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেই নিয়মও মানেনি, দাবি খাদ্যমন্ত্রীর।