নীল বনিক আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি: রাজ্যপাল জগদীপ ধনকরের তলবে বৃহস্পতিবার রাজভবনে গেলেন রাজ্য নির্বাচন কমিশন সৌরভ দাস। আজ সকাল এগাড়োটা নাগাদ তিনি রাজভবনে আসেন। রাজ্য নির্বাচন কমিশনার ও সেক্রেটারি নীলাঞ্জন শান্ডিল্য দুজনেই রাজ্যপালের সঙ্গে রাজভবনে দেখা করলেন।
প্রসঙ্গত, রাজ্যের পুরভোট সক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে তলব করেছিলেন রাজ্যপাল। পুরভোটের দামামা বাজতেই এপ্রিলে হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে আপত্তি তোলে বিজেপি। এপ্রিলে ভোট হলে বিজেপি আদালতে যাবার হুমকিও দেয়। তারপরেই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেন রাজ্যপাল। যদিও এদিনের রাজ্যপালের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে মুখ খোলেননি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।