পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ সারা রাজ্য সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের ৪৭ ও ৪৮ তম রাজ্য সম্মেলন মেদিনীপুরের শহিদ প্রদ্যোৎ ভট্টাচার্য স্মৃতি সদনে। ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দিন ধরে এই সম্মেলন চলবে। সারা রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় ২০০০ জন সদস্য এই সম্মেলনে যোগদান করেছেন।

সম্মেলনে সংগঠনের তরফে একাধিক দাবি তোলা হয়েছে। কেন্দ্রীয় শ্রম আইন পরিবর্তন, জীবনদায়ী ঔষধ ভ্যাকসিন ও মেডিকেল ডিভাইসের উপর জিএসটি লাগু, বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলির গণ ছাঁটাইয়ের প্রতিবাদ জানানো হয়েছে সম্মেলনে। সেই সঙ্গে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের ন্যূনতম মজুরির দাবি রাজ্য সরকারের কাছে জানানোর ঘোষণা গৃহীত হয়েছে। নিজেদের দাবি সমূহ নিয়ে সংগঠনের তরফে এদিন বিকেলে মেদিনীপুরের জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি মিছিল শুরু হয়ে মিছিলটি শহরের রিং রোড পরিক্রমা করে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

