জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ মে: পশ্চিমবঙ্গ রাজ্য পানচাষি সমিতির এগারোতম রাজ্য সম্মেলন হয়ে গেল দাঁতনের জাহালদাতে। পান চাষের জন্য সেচ, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা ও পান চাষে যুক্ত শ্রমিক ও চাষিদের প্রভিডেন্ট ফান্ড চালু সহ একাধিক দাবিদাওয়া নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়।
পান চাষিরা যাতে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেতে পারেন সেজন্য আগামী দিনে পান চাষকে আরও উন্নত করার এবং অন্যান্য কৃষিজাত পণ্যের সঙ্গে পানকে কৃষিপণ্যের অন্তর্ভুক্তি করার দাবি তোলা হয় এদিনের সম্মেলন থেকে। এছাড়াও সম্মেলনে পান চাষ সম্পর্কিত বিভিন্ন দিকগুলিও আলোচনা করা হয়। আলোচনা করেন সম্মেলনে উপস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও প্রাক্তন সহ উপাচার্য ডক্টর সিদ্ধার্থ নাথ দত্ত ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডক্টর শান্তনু ঝাঁ সহ অন্যান্যরা।