স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ জুলাই: “এটা ঠান্ডা মাথার পরিকল্পিত খুন, এই ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। রাজ্যের একজন বিধায়কের নিরাপত্তা উনি দিতে পারছেন না। মুখ্যমন্ত্রীর উচিত এখনই পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা। ” হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
সুকান্ত বাবু হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি করে বলেন, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত আছে বলে অভিযোগ তোলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু এও অভিযোগ করে বলেন, পুলিশ যে সুসাইড নোট উদ্ধার করেছে তা পুলিশ নিজেও লিখে রেখে দিতে পারেন। এ রাজ্যের পুলিশের উপর তাদের কোনও আস্থা নেই৷ আবার তাদের বিধায়ককে ভয় দেখিয়েও সুসাইড নোট লিখিয়ে নেওয়া হতে পারে। সেকারণেই আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাইছি।