পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: রাজ্য বিজেপির সভাপতি পদের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মেদিনীপুর জেলায় এলেন শমিক ভট্টাচার্য। এদিন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে খড়্গপুর শহরের প্রেমহরি ভবনে তাঁকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
সংবর্ধনা কর্মসূচির ফাঁকে শমিক ভট্টাচার্য বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে, ডেবরা ব্লকে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।
সন্ধ্যায় ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি নেতা কর্মীদের সঙ্গেও বৈঠক করেন রাজ্য সভাপতি। বৈঠকে তিনি অভিযোগ করেন, “ঘাটাল সাংগঠনিক জেলার নেতাদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। রাজ্যে মানুষের কর্মসংস্থান নেই।”