আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ আগস্ট: কলকাতায় আফগানিস্থানের মুদ্রা ও বিশেষ পদার্থ পাওয়ার পরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সাতসকালে মেদিনীপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক স্তরের উগ্রবাদীরা নিজেদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। পুলিশ সমস্ত বিষয়টি হালকাভাবে নেয় আর এর ফলেই বাংলাদেশ থেকে উগ্রবাদীরা এসে পশ্চিমবঙ্গে নিজেদের জাল বিছায়। সাত সকালে দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই মত জেলার রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, শনিবার মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার রাইটার্স বিল্ডিংয়ের কাছে বিবাদি বাগ এলাকায় হানা দেন গোয়েন্দারা। দুই সন্দেহভাজনকে ধরা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৯ লক্ষ ৯০ হাজার আফগানি মুদ্রা।
ধৃত দুই ব্যক্তি আফগানিস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।