নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: অমিত শাহের আগমনের আগেই কলকাতা পুরসভা ভোটের প্রস্তুতি শেষ করতে চায় রাজ্য বিজেপি। শুধু কলকাতা নয় হাওড়া পুরসভার ভোট নিয়েও প্রস্তুতি শেষ করতে চায় রাজ্য বিজেপি। তাই কলকাতা ও হাওড়া পুরসভার ভোট নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছে রাজ্য বিজেপি। দুপুর তিনটেয় রাজ্য বিজেপির দফতরে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
বৈঠকে উপস্থিত থাকবেন হাওড়া ও কলকাতার মন্ডল সভাপতিরা। তবে বুধবার বিজেপির রাজ্য সদর দফতরে সাংগঠনিক বৈঠকে পুরসভার ভোট নিয়ে একটু আধটু আলোচনা হয়েছে। এদিনের মূল বৈঠক পয়লা ফেব্রুয়ারি শহিদ মিনারে অমিত শাহর সভা নিয়ে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর সভা যাতে সাফল্যের সহিত হয় তার জন্য রাজ্য বিজেপি নেতারা একটি প্রস্তুতি বৈঠক করে। বৈঠকে হাজির ছিলেন জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা প্রমুখ।