আমাদের ভারত, ৬ জুলাই: ‘ভারত কেশরী’ ও
পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনে বিভিন্ন জায়গায় রাজ্য বিজেপি-র নেতৃবৃন্দ তাঁকে স্মরণ করেন।
কলকাতার রেড রোডে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে সকালে মুরলিধর সেন লেনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এরপর রেড রোডে বিএনআর টেন্টে, লেক টাউনে শ্যামাপ্রসাদ কলোনির অনুষ্ঠানে, কল্যাণীতে শ্যামাপ্রসাদ ভবনে উপস্থিত ছিলেন তিনি।
বিধানসভায় ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়ক দল। এ ছাড়া, বল্লভপুর পালপাড়ায় বুথ ২৮৯-এ শ্যামাপ্রসাদ-স্মরণে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল। মালদায় জেলায় দলীয় দফতরে ছিলেন সাংসদ ও দলের রাজ্য সহ সভাপতি খগেন মুর্মু, বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা- প্রতিমন্ত্রী সুভাষ সরকার, ভাটপাড়ার কালীমন্দির চত্বরে ছিলেন দলের মহিলা শাখার সভানেত্রী ফাল্গুনি পাত্র প্রমুখ।