নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ মে: করোনার মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা দিলেন স্টেট ব্যাঙ্ক অফিসার্স অ্যসোসিয়েশন। সোমবার দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক অসিতাভ রায় বলেন, গোটা দেশ করোনার যুদ্ধে জয়ী হবার জন্য লড়াই করছে। ব্যাঙ্ক কর্মচারীরা করোনার আতঙ্ক নিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি সব সময় দেশের মানুষের কথা ভাবে। দেশের মানুষের যাতে ব্যাঙ্ক পরিষেবায় কোনও রকম অসুবিধে না হয় তা আমরা দেখছি। তারমধ্যে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের অফিসারদের সংগঠন মুখ্যমন্ত্রীর ডাকে সারা দিয়েছেন। করোনার যুদ্ধে রাজ্যকে জয়ী করতে প্রয়োজন অর্থ। তাই স্টেট ব্যাঙ্কের অফিসার্স অ্যাসোসিয়েশন সাধ্যমতো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিল বলে জানান অসিতাভ কুন্ডু।
অন্যদিকে অফিসার্স সংগঠনের নেতা অরুণ রায় বলেন, ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিসাররা সকলেই করোনার যুদ্ধে রাজ্যের পাশে রয়েছেন। সাধ্যমতো আগামী দিনেও রাজ্য সরকারের পাশে দাঁড়ানো হবে বলে জানান তিনি।