স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ আগস্ট: “রাজ্যে বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে হওয়া উচিত। কারণ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর সহযোগী প্রশাসন থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না।” উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি এও বলেন, রাজ্যপাল ও নির্বাচন কমিশন এটা ঠিক করবেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে বিধানসভা নির্বাচন হবে কি না। রাষ্ট্রপতি ইতিমধ্যেই এরাজ্যের রাজ্যপালের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে জানান বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, বিজেপি দল চায় পশ্চিমবঙ্গে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক।

