জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুলাই:
পশ্চিম মেদিনীপুর জেলার মণিদহ গ্রাম পঞ্চায়েতের জঙ্গল ঘেরা আদিবাসী অধ্যুষিত আউশাবাঁধি গ্রামের রুক্ষ লাল মাটিতে “মাটির সৃষ্টি প্রকল্পের” সূচনা করলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক প্রণব বিশ্বাস।

ওই গ্রামের আদিবাসী পরিবারগুলিকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে দশ একর পতিত জমিতে লেবু, পেঁপে, কাজু বাদাম গাছ মিলিয়ে তিন হাজারের বেশি ফলের গাছ লাগানো হবে। দেখাশোনার পাশাপাশি লভ্যাংশও পাবে ঐ পরিবারগুলি।

বৃহস্পতিবার ঐ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, মণিদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সরেন ও উপপ্রধান অঞ্জন বেরা।


