Amit Malviya, BJP, পশ্চিমবঙ্গ খাদের কিনারায় দাঁড়িয়ে, মুর্শিদাবাদ-কাণ্ডে তোপ অমিত মালব্যর

আমাদের ভারত, ৯ ডিসেম্বর: “পশ্চিমবঙ্গ ভয়াবহ সঙ্কটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।” মুর্শিদাবাদে বিস্ফোরণের প্রেক্ষিতে সোমবার এক্সবার্তায় এই মন্তব্য করেছেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য।

তিনি লিখেছেন, “গত রাতে মুর্শিদাবাদে সাকিরুল, মোস্তাকিন এবং মামুন মোল্লা- এই তিন ব্যক্তি বোমা তৈরির সময় প্রাণ হারান। উদ্বেগজনকভাবে, এই ধরনের ঘটনাগুলি বিচ্ছিন্ন নয়। খেজুরি থেকে বর্ধমান পর্যন্ত, রাজ্যজুড়ে বোমা তৈরির অভিযান বিস্তৃত হয়েছে। এতে উদ্বেগ ছড়িয়েছে। এই সব কাজে সন্ত্রাসী গোষ্ঠীগুলির সঙ্গে যোগসূত্র মিলছে বেশি। তাদের সঙ্গে নির্বাচনের সময় ক্ষমতাসীন টিএমসি-র সঙ্গে সহযোগিতার সম্পর্ক ছিল।

এই বিপজ্জনক সম্পর্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে জরুরি হস্তক্ষেপের দাবি রাখে। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি রাজ্যের তত্ত্বাবধান করেন যেখানে এই অবৈধ এবং হিংসাত্মক শিল্প বিকাশিত হচ্ছে। এসবের সঙ্গে জড়িতরা টিএমসি-র পক্ষে মুসলিম ভোট একত্রিত করার জন্য কাজ করে। এই ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করা আবশ্যিক। জবাবদিহিও অপরিহার্য হয়ে উঠেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *