স্বেচ্ছামৃত্যুর দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ শালবনি হাসপাতালের কর্মীরা

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ নভেম্বর: স্বেচ্ছামৃত্যুর দাবি নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন শালবনি করোনা হাসপাতালের অস্থায়ী কর্মীরা। ওই করোনা যোদ্ধাদের অভিযোগ, তাদের বেতন আগে ছিল ৮৫০০ টাকা, এখন তা কমে হয়েছে ৭৫০০ টাকা। পিএফ এবং ইএসআইয়ের কোনও বালাই নেই। এ বছর পুজোয় বোনাস দেওয়া হয়েছে মাত্র ১০০০ টাকা। সর্বোপরি,  এই কর্ম নিযুক্তিতে কোনও রকম সরকারি স্বীকৃতি নেই। কর্পোরেট কোনও সংস্থার অধীন ঠিকাদারের নিয়ন্ত্রণে তাদের কাজ করতে হয়।  তাই শালবনি করোনা হাসপাতালে অস্থায়ী কর্মীদের দাবি, অবিলম্বে তাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক, না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *