জঙ্গিদের লক্ষ্য ভারতে খিলাফত প্রতিষ্ঠা, আশঙ্কা গোয়েন্দাদের

আমাদের ভারত, ২৮ আগস্ট: কাবুল বিমানবন্দরে বাইরে বিস্ফোরণের পেছনে যে জঙ্গি সংগঠন রয়েছে, তাদের নজর ভারতের দিকেও রয়েছে। ভারতে তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। গোয়েন্দাসূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম।

সূত্রের খবর আফগানিস্থানে আইএসের খোরাসান শাখা সংগঠনের পায়ের তলার মাটি অনেকটাই শক্ত এখন। ভারত সহ গোটা মধ্য এশিয়ায় জেহাদি কার্যকলাপ ছড়াতে চাইছে এই সংগঠন। তাদের মূল উদ্দেশ্য ভারতের সন্ত্রাসবাদি হামলা চালানো এবং এই দেশের তরুণদের মগজ ধোলাই করা।

শোনা যাচ্ছে, ভারতে ইতিমধ্যেই সে কাজ করা শুরু করে দিয়েছে। মুম্বাই এবং কেরলের বহু তরুণ তাদের সংগঠনে নাম লিখিয়েছে। এটা নিয়েই উদ্বেগ প্রকাশ করে এক গোয়েন্দা আধিকারিক দাবি করেছেন, ভারতের যুব সমাজ যদি এই মতাদর্শকে গ্রহণ করা শুরু করে তাহলে এদেশেও কয়েক দিনের মধ্যেই তারা শাখা খুলে ফেলবে। গোয়েন্দাদের দাবি, আদর্শগতভাবে খিলাফত প্রতিষ্ঠা করতে চায় ওই জঙ্গি সংগঠন। ভারত তাদের নজরে রয়েছে।

আমেরিকা সেনা প্রত্যাহার করতেই আফগানিস্থানে বহু জঙ্গি সংগঠন আবার মাথা তুলে দাঁড়িয়েছে। জম্মু-কাশ্মীরে একাধিকবার হামলা চালানোর জন্য পাক জঙ্গি সংগঠন ঘাঁটি গেড়েছে পূর্ব আফগানিস্থানে। তাই মুম্বাই হামলার নেপথ্যে থাকা জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা ও আইএস খোরাসান জঙ্গি গোষ্ঠীকে নিয়ে নতুন করে উদ্বিগ্ন ভারতীয় গোয়েন্দা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *