Bicycle rally, Khargapur, সাইকেল র‍্যালির মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা খড়্গপুরের সেন্ট মেরিস হাই স্কুলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে সেন্ট মেরিস হাই স্কুল, খড়্গপুরের পক্ষ থেকে আজ সকালে এক ব্যতিক্রমী সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিকত্বকে উৎসাহিত করা।

র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর সকাল ৮:১৫ মিনিটে শুরু হয়। এ বছরের র‍্যালির প্রতিপাদ্য বিষয় ছিল– “দূষণের নয়, সমাধানের অংশ হোন”, যা বর্তমান পরিবেশ পরিস্থিতিতে এক গভীর বার্তা বহন করে।

প্রায় পাঁচশো সাইকেল আরোহী এই র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং খড়্গপুর শহরের প্রায় সব এলাকা পরিক্রমা করেন। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

এই সাইকেল র‍্যালির মাধ্যমে ছাত্রছাত্রীরা পরিবেশ বান্ধব জীবনযাপন, দূষণ রোধের গুরুত্ব এবং একটি পরিষ্কার, সবুজ ভবিষ্যৎ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সচেষ্ট হয়। দেশপ্রেম, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতায় ভরপুর এই র‍্যালি শহরবাসীর কাছেও সাড়া ফেলেছে।

বিদ্যালয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক এবং আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *