আমাদের ভারত, ২ আগস্ট: চাকরির লোভ দেখিয়ে ফের নারী পাচারের পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিল এসএসবি।
শুক্রবার রাতে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি বাজারে মানব পাচার চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালানো হয়। বাহিনীর ৪১ নম্বর ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির কিউআরটি টিম ভারত-নেপাল সীমান্তের ১৫০ মিটার ভিতরে পানিট্যাঙ্কি বাজার থেকে একটি চারচাকা গাড়ি আটকায়৷
ওই গাড়ি থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় এক নাবালিকা-সহ নেপালের সাত তরুণীকে।
প্রসঙ্গত, মাসখানেকের মধ্যে উত্তরবঙ্গ থেকে প্রায় শতাধিক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যের পাচারের ছক কষেছিল পাচারকারীরা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোট দু’বার পাচারের পরিকল্পনা ভেস্তে দিয়েছিল প্রশাসন।