পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় দেড় হাজার রাজমিস্ত্রীকে বিশেষ সম্মানে ভূষিত করল এস আর এম বি। ‘সুপার কালাকার’ নামক এক অনন্য উদ্যোগের মাধ্যমে এই সব শ্রমজীবী দক্ষ কারিগরদের সম্মান জানানো হয়। বৃহস্পতিবার বিদ্যাসাগর হলের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে রাজমিস্ত্রীদের হাতে স্মারক, মানপত্র ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিক সহ বহু বিশিষ্টজনেরা। এস আর এম বি-র তরফে জানানো হয়েছে, যাঁদের হাতেই গড়ে ওঠে আমাদের ঘরবাড়ি, তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে সংস্থার কর্ণধার দেবব্রত চ্যাটার্জি।
এমন এক অভিনব উদ্যোগে খুশি রাজমিস্ত্রী মহলও। তাঁরা জানান, এতদিন পরে এই স্বীকৃতি তাঁদের কাজের প্রতি আরও গর্বিত ও অনুপ্রাণিত করে তুলবে।