Debate competition, Midnapur College, জাতীয় স্তরের ইন্টার-ইউনিভার্সিটি বিতর্ক প্রতিযোগিয়ায় উল্লেখযোগ্য সাফল্য মেদিনীপুর কলেজের ছাত্রী শ্রীজিতা ঘোষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত জাতীয় স্তরের ইন্টার-ইউনিভার্সিটি বিতর্ক প্রতিযোগিয়ায় উল্লেখযোগ্য ফল মেদিনীপুর কলেজ- (স্বশাসিত) এর ছাত্রী শ্রীজিতা ঘোষের।

সৎপল মিত্তলের নামাঙ্কিত এই বিতর্ক প্রতিযোগিতার এটি ছিল নবম বর্ষ। শ্রীজিতা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে এই প্রতিযোগিতায় অংশ নেয়। জাতীয় স্তরের এই বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রথম অংশগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কলেজগুলির মধ্যেকার প্রতিযোগিতায় মেদিনীপুর কলেজের টিম ফার্স্ট হয়। আর সেই ফলের সূত্রেই শ্রীজিতা নতুন দিল্লির সিরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয়।

এবারের বিতর্কের বিষয় ছিল “Climate Crisis Is Posing a Threat to Human Health”। সভার মতের সমর্থনে বক্তব্য রেখে শ্রীজিতা তৃতীয় সেরা বক্তার পুরস্কার জেতে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কাশ্মীর, ছত্তিশগড়, মেঘালয় ইত্যাদি রাজ্যের কুড়িটি বিশ্ববিদ্যালয়। মেদিনীপুর কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শ্রীজিতার এই সাফল্যে খুশি কলেজের সবাই। কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শ্রী সত্যরঞ্জন ঘোষ শ্রীজিতাকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *