আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি: জলপাইগুড়ি শহরে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হল বৃহস্পতিবার। চলবে সোমবার পর্যন্ত। জলপাইগুড়ি শহরের নেতাজী পাড়ার নেতাজী মর্ডান ক্লাবের ময়দানে মেলাকে কেন্দ্র করে এ দিন উপচে পড়ল ভিড়। এক কর্মসূচির মধ্য দিয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ মেলার সূচনা করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদেফ সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল সহ অনেকে।
প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন হয়। আদিবাসী নৃত্য দিয়ে অতিথিদের বরণ করা হয়। মেলায় মোট ৫০টি স্টল রয়েছে। জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ায়, কালিম্পং, শিলিগুড়ি, দক্ষিণ বীরভূম, নদীয়া, উত্তর চব্বিশ পরগনার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতের কাজের পসরা সাজিয়ে বসেছিলেন স্টলে। একাধিক খাবারের স্টল রয়েছে। উদ্যোক্তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবীকা মিশনের (আনন্দধারা) উদ্যোগে জলপাইগুড়ি জেলা গ্রামীন জীবীকা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পরিচালনায় জেলা সৃষ্টিশ্রী মেলা ২০২৪ শুরু হল। এই মেলার বিশেষ আকর্ষণ স্বনির্ভর মহিলা গোষ্ঠীর দ্বারা নির্মিত সুচারু হস্ত ও কুটির শিল্প ও বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্যের স্টল। ব্যবস্থাপনায় জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও জেলা গ্রামোন্নয়ন শাখা জলপাইগুড়ি।

জেলা অতিরিক্ত জেলা মিশন ও প্রকল্প অধিকর্তা রাজেন্দ্র রাজ সুনদাস বলেন, “স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে সচল করতে এই মেলার আয়োজন। আনন্দধারার মধ্য দিয়ে এই মেলা।”
এদিকে জেলা অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা বলেন, “প্রত্যেক ব্লকের পাশাপাশি বাইরের জেলার শিল্পীরা মেলায় অংশগ্রহণ করেছিলেন। যেহেতু এবছর মেলা বড় করে আয়োজন করা হয়েছে এই কারণে বিক্রিও বাড়বে।”
এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা শুল্কা সরকার বলেন,”আমি পুঁতি দিয়ে মহিলাদের বিভিন্ন সাজগোজের সামগ্রী তৈরি করেছি। ভালো সাড়া মিলছে।”

