আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জানুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে অর্থনৈতিকভাবে আরো বেশি করে স্বাবলম্বী করার লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর হস্ত শিল্পের ২য় আঞ্চলিক “সৃষ্টিশ্রী মেলা- ২০২৫” এর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী ডাক্তার মানস ভুঁইঞা। ছিলেন মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক দীনেন রায় সহ বিভাগীয় আধিকারিক, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি, বিধায়ক সুজয় হাজরা, বিধায়ক মমতা ভুঁইঞা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রাজ্যের ১৮ টি জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের হাতের তৈরি করা শিল্প সামগ্রী নিয়ে মেলায় এসেছেন। সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা তথ্য আধিকারিক বরুণ মন্ডল।